1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় অটোরিক্সা-নসিমন মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৬:৫৫:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৬:৫৫:২৮ অপরাহ্ন
পুঠিয়ায় অটোরিক্সা-নসিমন মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
রাজশাহীর পুঠিয়া উপজেলায় গরু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত (নসিমন) গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
 
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুক্ষণ পরেই চিকিৎসা চলাকালীন সময় মারা যান তিনি।
 
নিহত রবিউল ইসলাম হলেন নাটোর নলডাঙ্গা থানার কৃষ্ণপুর দীঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী ফার্নিচার ব্যবসায়ী সুমন জানায়, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত (নসিমন) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এমনকি আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেও ঢুকে পড়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের কিছুটা ক্ষতি হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারাত্মকভাবে আহত হয়েছে হাসপাতালে পাঠিয়েছি, এখন শুনছি তিনি মারা গেছে।
 
নিহত ব্যক্তির চাচাতো ভাই শাহাদ আলী বলেন ওই ব্যাটারি চালিত অটোরিকশাটি আমার, রবিউল আমার চাচাতো ভাই সকালবেলায় মসজিদের সিন্নি দেবে তা কিনার উদ্দেশ্যে আমার কাছ থেকে গাড়ি নিতে আসলে আমি তাকে গাড়ি ও সঙ্গে ৫০০ টাকা দেই আমার ওষুধ কেনার জন্য সে মমিনপুরে বাজারে যাবে বলেছিল কিন্তু পুঠিয়ায় কিভাবে এসে এক্সিডেন্ট করলো বুঝতে পারলাম না।
 
মুখোমুখি সংঘর্ষের ঘটনা স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও পুঠিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।
 
এ বিষয়ে পুঠিয়া থানার এএসআই মোঃ তাজমিলুর রহমান বলেন আমরা ঘটনা স্থলে থেকে চলে আসলাম, নসিমন গাড়ি জব্দ করেছে গরু সহ গাড়িতে থাকা সবাইকে ছেড়ে দিয়েছি, লাশ পুঠিয়া হাসপাতালে আছে।
 
আগে লাশ না ছেড়ে গরু ছাড়ার কথা জানতে চাওয়া হলে তিনি বলেন এ বিষয়ে ওসি বলতে পারবে তিনি আমাকে বলেছেন ছেড়ে দিতে আমি দিয়েছি।
 
এ বিষয়ে জানতে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ