চাঁপাইনবাবগঞ্জে জেলা ডিবির অভিযানে ৩৬ কেজি মাদকসহ চারজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৮-০৮-২০২৩ ১০:৫৪:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৮-২০২৩ ১০:৫৪:০৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে জেলা ডিবি অভিযান চালিয়ে ৩৬ কেজি মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে। জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, ( ক্রাইম অ্যান্ড অপস্ ) জনাব মোঃ রোকনুজ্জামান সরকার এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল উদ্দিন সরদার এর সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই(নি:)/রিপন কুমার মন্ডল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ
(৮ আগষ্ট) মঙ্গলবার ২২:১০ ঘটিকায় সদর মডেল থানাধীন হাতাপাড়া গ্রামস্থ পুলিশ চেকপোস্টে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপে হলুদ গুড়ার বস্তার সাথে বিশেষ কায়দায় মাদকদ্রব্য গাঁজা চাঁপাইনবাবগঞ্জে আনার সময় গাড়ী তল্লাশী করে লুকানো হলুদ ও মরিচের গুড়ার বস্তার ভিতর হতে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৬ (ছত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং ০১টি হলুদ - মরিচ ভাঙ্গার মেশিন, ০১টি স্যালো মেশিন, ০১টি বাটন মোবাইল ফোন সহ মাদক বহনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী (১) মোঃ জনি ইসলাম (২৮), পিতাঃ মোঃ মোজাম্মেল হক সাং-কানসাট (বাগদূর্গাপুর) (২) মোঃ রফিকুল ইসলাম (৩৮), পিতাঃ মৃত আব্দুর রহমান সাং-বিশ্বনাথপুর মোকারিম টোলা (৩) মোঃ শহিদুল ইসলাম (২৪), পিতাঃ মোঃ লুটু আলী সাং-বিশ্বনাথপুর (মুন্সিটোলা) (৪) মোঃ নাসির উদ্দিন (৩৫), পিতাঃ মৃত হাবিবুর রহমান সাং-বিশ্বনাথপুর (মোকারিম টোলা) চাঁপাইনবাবগঞ্জ দের গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামীগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স