জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল গানার্সরা
আপলোড সময় :
১৩-০৮-২০২৩ ০২:১৫:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৮-২০২৩ ০২:১৫:৪১ অপরাহ্ন
নিউজ ডেস্ক : জয় দিয়ে লিগ শুরু করল ‘রানার্সআপ’ আর্সেনাল শনিবার (১২ আগস্ট) ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়েছে মাইকেল আর্টেটার আর্সেনাল। আর্সেনালের হয়ে গোল দুটি করেছেন এডি এনকেটিয়া ও বুকায়ো সাকা। গত মৌসুমে লিগ শিরোপা জয়ের দৌড়ে সবার চেয়ে অনেকটা এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু শেষ দিকে খেই হারিয়ে ফেলা ও ম্যানচেস্টার সিটির প্রত্যাবর্তনে আর শিরোপা জেতা হয়নি তাদের।
এবারও আরও একবার ট্রফি খরা কাটানোর বাসনা দলটির। সেই লক্ষ্যে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল গানার্সরা। গেলো মৌসুমের আক্ষেপ ভুলে নতুন শুরু করল আর্সেনাল। দিন কয়েক আগে কমিউনিটি শিল্ড জেতা দলটা প্রিমিয়ার লিগ মিশনও শুরু করেছে জয় দিয়ে। নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে গত মৌসুমে লিগ শিরোপা জয়ের দৌড়ে পিছিয়ে পড়েছিল আর্টেটার দল। এবার কোনো ভুল না করে সেই নটিংহ্যামকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল গানার্সরা। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে সফরকারীদের ওপর চড়াও হয় সাকা-ওডেগার্ডরা। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। ২৬ মিনিটে গানার্সদের লিড এনে দেন এডি এনকেটিয়া। গ্যাবরিয়েল মার্তেনেল্লির বাড়ানো বল জালে জড়াতে ভুল করেনি এই ইংলিশ ফরোয়ার্ড।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই আবারও নটিংহ্যামের দূর্গে সাকার আক্রমণ। ৩২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবার বলের যোগানদাতা উইলিয়াম সালিবা। প্রথমার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি নটিংহ্যাম। বল দখলেও এগিয়ে ছিলো আর্সেনাল। ২ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্টেটার শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলতে থাকে আর্সেনাল। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে সদ্য আর্সেনাল শিবিরে নাম লেখানো ডেকলাইন রাইসের সামনে। তবে বক্সের বাইরে থেকে তার নেয়া শট প্রতিহত করেন নটিংহ্যামের গোলরক্ষক ম্যাট টার্নার। উলটো ৮২ মিনিটে পালটা আক্রমণ থেকে গোল হজম করে বসে আর্সেনাল
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স