১৫ আগষ্ট বাংলাদেশে ঘটেছিল কারবালার আরেকটি পুনরাবৃত্তি
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৩-০৮-২০২৩ ০৩:৫৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৮-২০২৩ ০৩:৫৫:৩৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক : ১৫ আগষ্ট বাংলাদেশে ঘটে গিয়েছিল কারবালার ঘটনার আরেকটি পুনরাবৃত্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে বলেন কারবালায় নারী-শিশুদের হত্যা করা হয়নি, কিন্তু ১৫ আগস্ট ঘাতকরা আমার মা, আমার ভাইয়ের স্ত্রীদের হত্যা করেছিলেন। চার বছরের শিশুকেও ছাড়েনি। সবাইকে হত্যা করা হয় সেইদিন।
সেই রাতে আমি ও আমার ছোট বোন দেশের বাইরে ছিলাম। স্বজনহারা আর্তনাদ আর ঘর বাড়ি ছাড়া ছয়টি বছর আমাদের কাটাতে হয়েছে। ‘৮১ সালে আমরা দেশে ফিরে আসি। দেশে ফিরে আমি সেই চেনা মুখগুলো পাইনি। যারা আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছিল। আমি পেয়েছিলাম বনানীতে সারি সারি কবর। রোববার (১৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন আমি পেয়েছি বাংলাদেশের মানুষ, কাজেই সে মানুষগুলো আমার পরিবার, তারাই আমার আপনজন। তাদের মাঝেই ফিরে পেয়েছি আমার বাবার ভালোবাসা, মায়ের স্নেহ। আমি বাংলাদেশের জনগণের ভালোবাসা, আস্থা, বিশ্বাস পেয়েছি। যা আমাকে প্রেরণা যোগিয়েছে, শক্তি যোগিয়েছে, সাহস যোগিয়েছে। বারবার মৃত্যুকে সামনে থেকে দেখেছি। কিন্তু আমি কোনোদিন ভয় পাইনি। কেন যেন মনে হতো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, এ দেশের মানুষের জন্য কিছু করার জন্য। আল্লাহ প্রত্যেক মানুষকে কিছু সময় দেন, কিছু মানুষকে কিছু কাজ দেন, এই কাজটা আমি যতক্ষণ না পর্যন্ত শেষ করব, রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। এ বিশ্বাস নিয়ে আমার পথ চলা
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স