নওগাঁয় স্ত্রীর অশ্লীল ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৪-০৮-২০২৩ ০৭:৫২:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৮-২০২৩ ০৭:৫২:১৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক: নওগাঁর রাণীনগরে স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় স্ত্রী পর্নোগ্রাফি আইনে স্বামী রতনের বিরুদ্ধে মামলা দায়ের করেন । ওই মামলায় স্বামী রতন সরকার (২৪) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রতন বগুড়ার সান্তাহার এলাকার বড় আখিরা গ্রামের মৃত নরেন সরকারের ছেলে। তাকে সোমবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় নওগাঁর রাণীনগর উপজেলা অঞ্চলের ভুক্তভোগী ওই মেয়ের বাবার বাড়ি ২০২২সালের ৪ডিসেম্বর আনুষ্ঠানিকভাকে মেয়েকে রতনের সাথে বিয়ে দেন। ওই সময় প্রায় তিন লক্ষ টাকা যৌতুক দেন এবং মেয়েকে প্রায় দেড় লক্ষ টাকার এবং জামায়কে প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণের গহনা দেন। বিয়ের পরে আরো প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা ধার হিসেবে দিয়েছেন রতনকে। এর পরেও অতিরিক্ত যৌতুকের জন্য মেয়ের সাথে বার বার ঝগড়া বিবাদ এবং মারপিট করতে থাকে। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে গত ৫মাস আগে মেয়েকে বাড়ীতে নিয়ে আসে । এর পর ফেসবুক ম্যাসেঞ্জারে মেয়ে-জামায় ভিডিও কলে কথা বলতো।ওই সময় কথা বলার সুবাদে তার মেয়ে প্রলব্ধ হয়ে ভিডিও কলে কথা বলার বেশ কিছু অশ্লীল ভিডিও ধারণ করে রতন।এর পর দাবিকৃত যৌতুকের টাকা চেয়ে বসে। টাকা না দিলে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
পরে টাকা না দেয়ায় গত ২৬জুলাই রতনের ফেসবুক ম্যাসেঞ্জার থেকে ইন্টারনেটের মাধ্যমে নানা জনের কাছে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়। এঘটনায় তার মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা যায় দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে গত ১আগষ্ট মামলা করেছেন রতনের স্ত্রী। মামলার পরি-প্রেক্ষিতে র্যাবের সহযোগিতায় রোববার রতনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স