তাহেরপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত!
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৫-০৮-২০২৩ ১১:৪৩:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৮-২০২৩ ১১:৪৩:৩৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক : সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে তাহেরপুর ডিগ্রি কলেজ গেট প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পন শেষে তাহেরপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার স্থলে মিলিত হয়। আলোচনা শেষে উপস্থিত সকলদের এক বেলার খাবার পরিবেশন করা হয়। তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য,তাহেরপুর পৌর সভার তিন তিনবারের সফল মেয়র,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৫৫ (বাগমারা ৪) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহেরপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ এসএম জিয়াউদ্দিন টিপু,তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান,তাহেরপুর পৌর সচিব রহমান, তাহেরপুর ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ মোবারক আলী
,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক জাহিদ আকরাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা,সাবেক ছাত্রলীগ সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য,সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক কোরবান খাঁ,সাবেক ছাত্রলীগ নেতা সন্দীপ রায় টিংকু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবান আলী,তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর স্বপন,তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, দলীয়
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স