চাঁদপুরে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড
নিউজ ডেস্ক
আপলোড সময় :
১৯-০৮-২০২৩ ১২:৪৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৮-২০২৩ ১২:৪৭:০৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক : চাঁদপুরে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। যার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। শুক্রবার (১৮ আগস্ট) রাত দেড়টায় চাঁদপুর বড়স্টেশন মেঘনা মোহনায় কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম ভি গাজী সালাউদ্দীন তল্লাশি করে আনুমানিক ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৯২ লক্ষ ৫০ হাজার টাকা। কোস্ট গার্ড সূত্রে জানা যায় জব্দ করা জালের প্রকৃত মালিক খোঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ডের অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স