শোকাবহ আগস্ট মাসে গোদাগাড়ী পৌর আওয়ামী 'লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পৃথিবীর ঘৃণ্যতম হত্যাকান্ড পচাত্তরের ১৫ আগস্ট
_______________________________________________
ইসারুল ইসলাম : শোকের মাস আগস্ট। মহান স্বাধীনতার মাত্র সাড়ে চার বছরের মাথায় ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ মহান নেতাকে হারানোর শূন্যতা কোনো দিন পূরণ হওয়ার নয়। পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।
পৃথিবীর ইতিহাসে এরকম আর কোনো হত্যাকাণ্ড রচিত হয়নি। বঙ্গবন্ধুকে সেদিন হত্যা করায় বাংলার আকাশে আঁধার নেমেছে, যা এখনো ঘোচেনি। দেশ স্বাধীন হওয়ার পাঁচ দশক হলেও এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শূন্যতা অনুভব করে। শুধু দেশের বাইরে থাকার জন্য তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান।
শোকের এই আগস্ট মাসকে যথাযথ মর্যাদায় শোকাবহ পরিবেশে পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মাসব্যাপী ঘোষিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। এরই ধারাবাহিকতায় রাজশাহীর গোদাগাড়ীতে পৌর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের উদ্যোগে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে পর্যায়ক্রমে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠান পালন করা হচ্ছে।
আজ ১৯ আগষ্ট রোজ শনিবার পৌরসভার ৪ নং ওয়ার্ড বারুইপারা গ্রামে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অয়েজ উদ্দিন বিশ্বাস সভাপতি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথি জননেতা রবিউল আলম সভাপতি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ, জনাব নাসিমুল ইসলাম নাসিম সাধারণ সম্পাদক গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ। আব্দুল জাব্বার সভাপতি গোদাগাড়ী পৌর আওয়ামী যুবলীগ আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক পৌর আওয়ামী যুবলীগ সহ গোদাগাড়ী আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব উসমান সরকার সভাপতি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড।
প্রতি বছর আগস্টকে শোকের মাস হিসেবে পালন করে বঙ্গবন্ধুর হাতে গড়া দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ হিসেবে সরকারিভাবে পালিত হয়। এবার ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স