দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা
নিউজ ডেস্ক
আপলোড সময় :
২০-০৮-২০২৩ ০৩:২৫:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৮-২০২৩ ০৩:২৫:২৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান দেয়া হবে। এ ছাড়া অঙ্গহানি হলে তিন লাখ টাকা দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান তিনি।
তেজগাঁওয়ে সড়ক ভবনের কার্যালয়ে নিরাপদ সড়ক দিবসে (২২ অক্টোবর) আনুষ্ঠানিকতা পালন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। সেখানে তিনি সড়ক দুর্ঘটনায় হতহতদের ক্ষতিপূরণ প্রধান কার্যক্রম কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এটা আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়া হবে এবং যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সাহায্য দেয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রীর পাশে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নুর মোহাম্মদ মজুমদার বলেন, জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি। সাত দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া আছে। সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক রেডি করবো।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স