২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্যোশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২১-০৮-২০২৩ ০৮:০৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৮-২০২৩ ০৮:২৩:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ কলঙ্কময় দিন দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নেতৃত্বশূন্য করার জঘন্য অপচেষ্টার দিন। বাঙালি জাতির জীবনে আরেকটি কলঙ্কিত দিন। ২০০৪ সালের এই দিনে আজকের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা করা হয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে বাঁচাতে পারলেও মহিলা লীগের তৎকালীন সভাপতি আইভি রহমান শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী সহ ২৪ জন নেতা-কর্মী নিষ্ঠুর নির্মম গ্রেনেড হামলায় মারা যায়।
সেদিন বঙ্গবন্ধুকন্যা প্রাণে বেঁচে গেলেও তার দুই কান ও চোখ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় অপূরণীয় ক্ষতি হয় তার শ্রবণশক্তির। ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্যোশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে আজ সোমবার বিকেলে গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ গোদগাড়ী উপজেলা -পৌর শাখাসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জনাব অয়েজ উদ্দিন বিশ্বাস সভাপতি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ জনাব আব্দুর রশিদ সাধারণ সম্পাদক গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ জনাব রবিউল আলম সভাপতি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ জনাব নাসিমুল ইসলাম (নাসিম ) সাধারণ সম্পাদক গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ
জনাব জাহাঙ্গীর আলম সভাপতি আওয়ামী যুবলীগ গোদাগাড়ী উপজেলা আব্দুল জাব্বার সভাপতি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ আকবর আলী (সাবেক) সভাপতি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সাবেক - বতর্মান ত্যাগী নেতাকর্মীরা।
২০০৪ সালের এই দিনে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী’ শান্তি সমাবেশের আয়োজন করেছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশের আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে স্থাপিত অস্থায়ী ট্রাকমঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে উপর্যুপরি গ্রেনেড হামলা শুরু হয়। বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে একের পর এক গ্রেনেড। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু ১৩টি গ্রেনেড বিস্ফোরণের বীভৎসতায় মুহূর্তেই মানুষের রক্ত-মাংসের স্তুপে পরিণত হয় সমাবেশস্থল। বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিণত হয় মৃত্যুপুরীতে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স