দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : আইজিপি
নিউজ ডেস্ক
আপলোড সময় :
২২-০৮-২০২৩ ০২:৪৯:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৮-২০২৩ ০২:৪৯:৫২ অপরাহ্ন
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা পৌনে ১২টায় রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহত পুলিশ কর্মকর্তা অজয় চন্দ্র দেবের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার (১৯ আগস্ট) বিকেলে হবিগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব চোখে আঘাত পান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আইজিপি জানান, হবিগঞ্জ সদর মডেল থানার ওসির সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করেছে। সংকট এখনো কাটেনি। তিনি বলেন, আগামী দিনেও যদি এমন কোনো পুলিশ সদস্য আহত হয় তাদের চিকিৎসায়ও সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স