1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়া মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৪টি ম্যাগজিনসহ ১ জন গ্রেফতার

মোহাম্মদ ইসারুল ইসলাম
আপলোড সময় : ২৫-০৮-২০২৩ ০১:৪২:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০৮-২০২৩ ০১:৫০:৫৮ পূর্বাহ্ন
বগুড়া  মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের  অভিযানে  ৪টি ম্যাগজিনসহ  ১ জন  গ্রেফতার

ইসারুল ইসলাম  : বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র অভিযান চালিয়ে ২টি অবৈধ আগ্নেয়াস্ত্র,৪টি ম্যাগজিন ও ৩টি গুলিসহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়া শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্সগণ অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করেন। এর ধারাবাহিকতায় নিয়মিত চেকপোষ্টের অংশ হিসেবে ২৩ আগস্ট বুধবার ১২.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বুড়িমারী টু নারায়নগঞ্জ গামী পিংকি পরিবহন নামক যাত্রীবাহী বাসে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র বহন করে ঢাকা নিয়ে যাচ্ছে। বিষয়টি পুলিশ সুপার, বগুড়া, সহকারী পুলিশ সুপার, শিবগঞ্জ-সোনাতলা সার্কেল সহ অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা, বগুড়াদের অবহিত করে তাদের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক

জনাব মোঃ আশিক ইকবাল, ইনচার্জ, মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের নেতৃত্বে এসআই(নিঃ)মোঃ রিপন মিঞা, এএসআই(নিঃ)/মোঃ এরশাদ আলী ও ফোর্সসহ শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউপির অন্তর্গত মুরাদপুর গ্রামস্থ জনৈক মানু মাস্টারের চাতালের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের পাশে অবস্থান করেন। ২৩/০৮/২০২৩ খ্রি. তারিখ রাত্রী ১:১০ ঘটিকার সময় রংপুরের দিক হতে পিংকি পরিবহনের বাসটি আসতে দেখে উক্ত বাসটি থামানোর জন্য সিগন্যাল দিলে মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় বাসটি দাড়ায়। বাসটি তল্লাশি করার জন্য বাসের ভিতরে উঠামাত্র উক্ত বাসে জি-২ সিটে বসা যাত্রী পুলিশের উপস্থিতি বুঝিতে পেরে জানালা দিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সদের সহায়তায় আসামী মোঃ ছামিউল মিয়া (৩৫), পিতা-মোঃ সুরত আলী মাতা মোছাঃ সামিনা বেগম, সাং-পশ্চিম দীঘলটারী, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটকে আটক করেন।

অতপর জি-১ সিটে বসা যাত্রী, উক্ত বাসের ড্রাইভার ও বাসের সুপারভাইজার সহ বাসের যাত্রীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে তার দুই পায়ের উরুতে বিশেষ কৌশলে কসটেপ দ্বারা মোড়ানো ০২ (দুই) টি ৭.৬৫ সচল বিদেশী আগ্নেয়াস্ত্র পিস্তল, ৪(চার) টি লোহার তৈরী সচল ম্যাগাজিন, ৩(তিন) রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। তাকে অবৈধ অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে জানায় সে লালমনিরহাট হতে পলাতক আসামী ২। মোঃ জয় (২৩), পিতা-মোঃ কেরামত আলী, সাং-উত্তর গোবদা, উভয় থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট এর নিকট হতে অস্ত্রগুলি সংগ্রহ-পূর্বক ঢাকা নিয়ে যাচ্ছিল।

এ সংক্রান্ত্র বিষয়ে বগুড়া  শিবগঞ্জ থানার ,এফআইআর নং-৫১, তারখি- ২৩ আগস্ট, ২০২৩; জি আর নং-৩৯৩, তারখি- ২৩ আগস্ট, ২০২৩; সময়- ০৪.১৫ ঘটিকা, ধারা-19-A The Arms Act, 1878; রুজু করা হয়। বগুড়া জেলা পুলিশ অবৈধ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ