ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী’র সমন্বয় ও পরিচালনায় আরএমপি ট্রেনিং স্কুলে পুলিশ কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ১২'তম ব্যাচ-এর উদ্বোধন করেন আরএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার ।
আরএমপিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শাহ সোহানুর রহমান
আপলোড সময় :
২৬-০৮-২০২৩ ০৬:০৫:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৮-২০২৩ ০৬:০৫:৩৪ অপরাহ্ন
নিঊজ ডেস্ক : আজ ২৬ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থাপনায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী’র সমন্বয় ও পরিচালনায় আরএমপি ট্রেনিং স্কুলে পুলিশ কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ১২'তম ব্যাচ-এর উদ্বোধন করেন আরএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার ।
এসময় পুলিশ কমিশনার মহেদায় প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করে আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কোর্স উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মীর মো: শাফিন মাহমুদ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রশিক্ষণার্থীবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স