তানোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৬-০৮-২০২৩ ১১:৩৫:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৮-২০২৩ ১১:৩৫:৩৩ অপরাহ্ন
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিদ্যুতের পোলে উঠে সংযোগের সংস্কার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। । শনিবার বিকেল ৩ টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামের মোড়ের পল্লী বিদ্যুতের পোলে মৃত্যুর ঘটনা ঘটে৷ । নিহত আমিনুল ইসলাম চিমনা গ্রামের মোড়ে পল্লী বিদ্যুৎ এর পোলে উঠে সংযোগ ম্যারামতের কাজ করছিলো। এসময় হঠাৎ বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় তার সহযোগীরা তাকে মৃত অবস্থায় পোল থেকে মাটিতে নামিয়ে আনেন। নিহত আমিনুল ইসলাম (৩৮)। তিনি তালন্দ ইউপির ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি দেবিপুর গ্রামের মৃত আহাদ আলী সোনারের ছোট ছেলে। তবে, তিনি পল্লী বিদ্যুৎ এর স্টাফ নয়। তিনি পল্লী বিদ্যুৎ এর বিভিন্ন কাজ করে থাকেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স