তানোরে মা - ছেলেকে হত্য, খুনিকে পুলিশে দিল জনতা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৬-০৮-২০২৩ ১১:৪৮:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৮-২০২৩ ১১:৪৮:৪৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক : রাজশাহী জেলার তানোর থানাধীন পাঁচন্দর এলাকায় মা ও ছেলেকে হত্যা করেছে এক মাদকাসক্ত ব্যক্তি। এসময় স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে। ওই ব্যক্তির নাম অলিউল। বয়স ৪৮ বছর। বর্তমানে পুলিশ হেফাজতে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। নিহতরা হলেন- নিপা খাতুন (২৮) ও তার ছেলে নূর (৮)। এসময় স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে এলাপাতারি ছুরিকাঘাত করেন স্ত্রী ও ছেলেকে।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিপা খাতুন পাঁচন্দর গ্রামের আবদুর রহিমের কন্যা। তালাকের পর তিনি ছেলে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন পুলিশ জানায়, ১০ বছর আগে অলিউল ও নিপার বিয়ে হয়। দেড় বছর আগে তাদের ডিভোর্স হয়েছিল। দেড় মাস আগে তাদের আবারও বিয়ে হয়। আজ শনিবার বিকালে অলিউল নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স