1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শুধু মৃত্যু ও জন্ম দিবসেই নয়, নজরুল চর্চা থাকতে হবে আমাদের কৃষ্টি-সংস্কৃতিতে: শেখ পরশ

আপলোড সময় : ২৭-০৮-২০২৩ ০৩:৪১:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৩ ০৩:৪১:৩২ অপরাহ্ন
শুধু মৃত্যু ও জন্ম দিবসেই নয়, নজরুল চর্চা থাকতে হবে আমাদের কৃষ্টি-সংস্কৃতিতে: শেখ পরশ কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য অগ্রগামী হিসেবে বিবেচনা করা হয় এই কবিকে

নিউজ ডেস্ক : আজ  জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকি। জাতীয় কবির মৃত্যুবার্ষিকিতে  বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন আমাদের নজরুল চর্চা বাড়াতে হবে রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

তিনি বলেন ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছে, তার প্রাসঙ্গিকতা যুগে যুগে ছিল ও থাকবে। অর্থনৈতিক বৈষম্য এবং শ্রেণি বৈষম্য যেখানে, সেখানেও কবি নজরুল দারুণভাবে প্রাসঙ্গিক। সুতরাং, আমাদের নজরুল চর্চা বাড়াতে হবে।’ যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘শুধু মৃত্যু ও জন্ম দিবসেই নয়, নজরুল চর্চা থাকতে হবে আমাদের কৃষ্টি-সংস্কৃতিতে। আমাদের লাইফস্টাইলের মধ্যেই কবি নজরুলের অন্তর্ভুক্তি দরকার।’ শেখ ফজলে শামস পরশ বলেন, ‘কাজী নজরুল ইসলামের লেখনী ও দর্শন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অস্থিরতা ও বৈষম্যমূলক যে সমাজব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই সমাজব্যবস্থায় নজরুল চর্চা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। রোববার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন শেখ পরশ। মহান কবির ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তার জীবন ও কর্ম স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ