এবার লাল কার্ড দেখা গেলো ক্রিকেট মাঠে
আন্তর্জাতিক ডেস্ক
আপলোড সময় :
২৮-০৮-২০২৩ ০৬:৪০:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৮-২০২৩ ০৬:৪০:৪৯ অপরাহ্ন
সিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় সুনিল নারিনকে। শুধু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই নয়, বরং ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখার রেকর্ড লেখা হয়ে গেলো নারিনের নামের পাশে।
_______________________________________________
নিউজ ডেস্ক : প্রথমবার ক্রিকেট মাঠে দেখানো হলো ‘লাল কার্ড’। ফুটবলে খেলোয়াড়কে লাল কার্ড দেখানো খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এবার লাল কার্ড দেখা গেলো ক্রিকেট মাঠে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে স্লো ওভার রেটের চূড়ান্ত শাস্তি হিসাবে লাল কার্ড দেখানোর নিয়ম চালু হয়েছে। এই লাল কার্ডের প্রচলন করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
অবশেষে আম্পায়ার প্রথম লাল কার্ড ব্যবহার করলেন
টুর্নামেন্টের ১২ নম্বর ম্যাচে এসে। ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। রোববার (২৭ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ম্যাচে ত্রিনাবাগো নাইট রাইডার্স নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি। ফলে স্লো ওভার-রেটের কারণে একজন ক্রিকেটারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে যেতে বলেন আম্পায়ার। মাঠের বাহিরে কে যাবে, সেটা দলের ক্যাপ্টেনকে ঠিক করতে হয়। পোলার্ড নারিনকে মাঠের বাইরে যেতে বলেন। অবশ্য নাইট রাইডার্সের জয়ের পথে কোনো বাধা হয়নি এই লাল কার্ড
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স