1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ ১০ বছরের বিরতির পর এবার নতুন লুকে ফিরছেন অভিনেতা শিমুল

নিউজ ডেস্ক
আপলোড সময় : ২৯-০৮-২০২৩ ০১:০৭:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৩ ০১:০৭:৪০ পূর্বাহ্ন
দীর্ঘ ১০ বছরের বিরতির পর এবার   নতুন লুকে  ফিরছেন অভিনেতা  শিমুল যাকে হন্যে হয়ে দীর্ঘ ১০ বছর ধরে খুঁজছেন দেশ বিদেশের গোয়েন্দা সংস্থারা। কিন্তু রিওর অবস্থান কেউই অনুমান করতে পারছেন না' __ এমনি এক দুধর্ষ চরিত্রে অভিনেতা শিমুল

নিউজ বিনোদন : চির চেনা মিডিয়াতে দীর্ঘ ১০ বছরের বিরতির পর নতুন লুকে ফিরছেন অভিনেতা শিমুল। এবার পর্দায় তাকে দেখা যাবে মোস্ট ওয়ান্টেড আসামি রূপে ‘রেড সার্কেল’ নামের ওয়েব সিরিজে। এমনই এক দুধর্ষ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন শিমুল। এ বিষয়ে শিমুল বলেন, থ্রিলারধর্মী সিরিজ বাংলাদেশে খুব একটা নির্মাণ করা হয় না। তাই থ্রিলারপ্রেমিরা এ সিরিজটি দেখতে পারেন। দুর্দান্ত একটি থ্রিলার গল্প রয়েছে এতে। নতুন এ সিরিজে শিমুল অভিনীত চরিত্রের নাম রিও।

যাকে হন্যে হয়ে দীর্ঘ ১০ বছর ধরে খুঁজছেন দেশ বিদেশের গোয়েন্দা সংস্থারা। কিন্তু রিওর অবস্থান কেউই অনুমান করতে পারছেন না। নতুন এ সিরিজটির পরিচালক কামরুল জিন্নাহ। তিনি সংবাদ মাধ্যমে জানান, ওয়েব সিরিজটি নির্মাণে এ সিরিজের অভিনয় শিল্পী ও কলাকুশলীরা যার যার জায়গা থেকে সেরাটা দিয়েছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে। সম্প্রতি নেটদুনিয়ায় প্রকাশিত হয়েছে এ সিরিজের ফার্স্ট লুক। ওই লুকে নেটিজেনদের রীতিমতো চমক দিয়েছেন শিমুল। খুব শিগগিরই সিরিজটি মুক্তির তারিখ ও প্ল্যাটফর্ম চূড়ান্ত করা হবে। রিও মেলোডিস-এর ব্যানারে সিরিজটির কাহিনি ও চিত্রনাট্যের পাশাপাশি প্রযোজনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয়। এ সিরিজে শিমুল ছাড়া আরও অভিনয় করেছেন আইনুন পুতুল, নাফিস আহমেদ, জোজন মাহমুদ, ইভা, মিজু ইনজাম, সিনথিয়া, সাদিয়া জান্নাতি প্রমুখ।


নিয়মিত মডেলিং করতেন শিমুল। অভিনয় কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনেও তাঁর উপস্থিতি কমেছে। ১৯৯০ সালে মোরশেদ চৌধুরীর লেখা ও বরকতউল্লাহর পরিচালনায় ‘টেনশন’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন মনির খান শিমুল। অল্প সময়েই অভিনয় ও মডেলিংয়ে জনপ্রিয়তা পান। এর আগে তিনি মঞ্চ নাটকের দল ‘থিয়েটার আরামবাগ’ -এ অভিনয় করতেন।  
​​​​

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ