বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে রাসিক মেয়রের শোক
আপলোড সময় :
৩০-০৮-২০২৩ ০২:০৩:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৩ ০২:০৫:৪৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক: নাটোর-৪ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এর মৃতূতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনঃনির্বাচিত মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
আজ বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি। শোক বিবৃতিতে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ আওয়ামী লীগে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স