রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান
নিউজ ডেস্ক
আপলোড সময় :
৩০-০৮-২০২৩ ০৬:৫১:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৩ ০৬:৫১:৫১ অপরাহ্ন
নিউজ ডেস্ক: রাজশাহী মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান করেছে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা। উক্ত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুম, রাজশাহীতে এই শিক্ষা বৃত্তির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: মোহসিন আলী, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা। অনুষ্ঠান শেষে ডিআইজি মহোদয় শাপলার প্রধান কার্যালয় চত্ত্বরে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষা বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সাথে ফটো সেশনে অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স