1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময় চোরাই মালামাল উদ্ধারসহ আটক ৭

আপলোড সময় : ০১-০৯-২০২৩ ০৮:৩৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৩ ০৯:১৭:৫৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময়  চোরাই  মালামাল উদ্ধারসহ আটক ৭ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযানে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত মূল হোতা সহ আন্তঃজেলা চোর চক্রের ৭ (সাত) জন আসামিকে গ্রেফতার
_______________________________________________

নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা, গোমস্তাপুর থানা ও সদর মডেল থানা এলাকা হতে বিভিন্ন সময়ে চুরি যাওয়া ০২ (দুই) টি গরু, চোরাই কাজে ব্যবহৃত ০৩ (তিন) টি পিকআপ ও চোরাই গরু বিক্রয়ের নগদ টাকা উদ্ধার এবং গরু চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত মূল হোতা সহ আন্তঃজেলা চোর চক্রের ০৭ (সাত) জন আসামি গ্রেফতার : চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান পিপিএম মহোদয়ের সরাসরি দিক নির্দেশনায় সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর মডেল থানা এলাকায় গরু চুরির উপদ্রব বেড়ে গেলে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রোকনুজ্জামান সরকার (ক্রাইম এ্যান্ড অপস্) এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রাকিবুল ইসলাম (গোমস্তাপুর সার্কেল) দ্বয়ের তত্ত্বাবধানে জনাব মোঃ মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, গোমস্তাপুর থানা ও জনাব মোঃ মিন্টু রহমান, অফিসার ইনচার্জ, নাচোল থানা দ্বয়ের নেতৃত্বে উভয় থানা পুলিশের সমন্বয়ে গরু চুরি রোধে একটি চৌকস আভিজানিক টিম গঠন করা হয় ।

উক্ত আভিজানিক টিম চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকা ও আরএমপি রাজশাহীর রাজপাড়া ও শাহমখদুম থানা এলাকায় ইং ৩১/৮/২৩ তারিখ অভিযান পরিচালনা করে উল্লেখিত তিন থানায় রুজুকৃত মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা সহ ০৭ (সাত) জন আসামিকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামিদের প্রদত্ত তথ্য ও দেখানো মতে আসামিদের হেফাজত হতে চুরি যাওয়া নিম্ন বর্ণনার ০২(দুই) টি গরু, চুরির কাজে ব্যবহৃত ০৩ (তিন)টি পিকআপ, চোরাই গরু বিক্রয়ের নগদ ২,৯০,০০০/ (দুই লক্ষ নব্বই) হাজার টাকা উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা : ১। মোঃ সাইফুল মোল্লা (৪১) পিতা-মৃত কায়েম উদ্দিন মোল্লা সাং নান্দো পাড়া থানা- দুর্গাপুর জেলা- রাজশাহী ০২। মোঃ আল আমিন (২৬) পিতা- মৃত আফাল@আলাল সাং মারামারি থানা-কাটাখালী ০৩। মোঃ পারভেজ আলী (২৮) পিতা- আফাল@আলাল সাং সমসাদিপুর ০৪। মোঃ বেলাল হোসেন @ রুবেল (৩১) পিতা- মৃত কামাল হোসেন @ মোহারম সাং মিরকামারী ০৫। মোঃ হাসিবুল ইসলাম (৩২) পিতা- মোঃ মুজাম আলী সাং মিরকামারী সর্ব থানা- কাটাখালী জেলা - রাজশাহী, ০৬। মোঃ শাজাহান আলী (৪৫) পিতা-মৃত জনাব আলী ০৭। মোঃ মাসুম আলী (৫০) পিতা- হায়দার আলী উভয় সাং আলিগঞ্জ থানা- রাজপাড়া, আরএমপি, রাজশাহী । ধৃত আসামিদের হেফাজত হতে উদ্ধারকৃত মালামালের বিবরণ : ০১) গরু চুরির কাজে ব্যবহৃত ০১ টি সাদা রং এর মাহিন্দ্র পিকআপ গাড়ি, যার নাম্বার প্লেটে ঢাকা মেট্রো ন-১৯-৭৯৮৮ লেখা আছে, ০২) গরু চুরির কাজে ব্যবহৃত ০১ টি সাদা রঙের মাহিন্দ্র পিকআপ গাড়ি, যার নাম্বার প্লেটে রাজ মেট্রো ন - ১১-০৪০৪ লেখা আছে , ০৩) গরু চুরির কাজে ব্যবহৃত ০১টি হলুদ- নীল রঙের পিকআপ গাড়ি, যার নাম্বার প্লেটে রাজ মেট্রো - ন- ১১- ০৩৫৭ লেখা আছে, ০৪) চুরি যাওয়া গরু - ০২ টি গরু { একটি ভরন গাভ ও একটি ষাঁড় গরু } ০৫) চোরাই গরু বিক্রয়ের নগদ-২,৯০,০০০/ (দুই লক্ষ নব্বই হাজার) টাকা ।

ধৃত আসামিগণের বিরুদ্ধে চুরি ডাকাতি প্রস্তুতি সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে । ধৃত আসামিগণ জব্দকৃত পিকআপ ব্যবহার করে রাতের বেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিনব কায়দায় গরু চুরি করে আসতেছিল মর্মে স্বীকার করে । উপরোক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ