বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস , আগামী তিনদিনের মধ্যে হতে পারে বৃষ্টিপাত: আবহাওয়া অফিস
নিউজ ডেস্ক
আপলোড সময় :
০৪-০৯-২০২৩ ০৫:১০:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৯-২০২৩ ০৯:৩৮:২৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস আভাস, হতে পারে বৃষ্টি আগামী তিন দিনে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ সময়ের মধ্যে দেশজুড়ে হতে পারে বৃষ্টিপাত বলেছেন আবহাওয়া অফিস। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস দেওয়া হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস সম্পর্কে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা কমার আভাস থাকলেও অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপপ্রবাহ নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, বগুড়া, নওগা, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে কমে আসতে পারে ;সূত্র ইত্তেফাক।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স