রাজশাহী নগরীতে মোটরসাইকেলের সঙ্গে বাসের ধাক্কায় একজন নিহত
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১১-০৯-২০২৩ ০৩:৫৩:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৯-২০২৩ ০৩:৫৩:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত জিল্লুর রহমান বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে তার বাড়ি।
সোমবার (১১সেপ্টম্বর) সকালে জিল্লুর রহমান নামের এই যুবক মোটরসাইকেল নিয়ে রাজশাহী নগরীতে আসার সময় বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারানা। নিহত জিল্লুর রহমানের বাড়ি জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায় জিল্লুর সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী নগরীতে আসছিলেন। পথে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মোটরসাইকেলকে ধাক্কা দেয়া বাস সনাক্ত করতে চেষ্টা চলছে বলেও জানান পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স