'রুটিপড়া' খাইয়ে চোর ধরতে গিয়ে, কবিরাজ নিজেই খেলেন জেলখানার রুটি
নিউজ ডেস্ক
আপলোড সময় :
১১-০৯-২০২৩ ০৯:০৮:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৯-২০২৩ ০৯:০৮:৩৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে ‘রুটিপড়া’ খেয়ে এক ব্যবসায়ীর গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় কথিত সেই কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুরের নিজবাড়ি থেকে ওই কবিরাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কথিত কবিরাজ নিশ্চিন্তপুরের মৃত রাজ্জাক শেখের ছেলে ইসরাফিল ৩৬।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান।কালকিনির রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে চুরি হয়। এ ঘটনায় পাশের দোকানি জাহিদুলকে দায়ী করা হয়। পরে রোববার সকালে বাজারের পাশে একটি মাদরাসা মাঠে আয়োজন করা হয় ‘রুটিপড়া’ খাওয়ার । উপস্থিত সন্দেহভাজন অর্ধশত মানুষকে কথিত কবিরাজের দেওয়া একটি করে ‘রুটিপড়া’ খাওয়ান দুলাল ও মামুন। জাহিদুলকে চেতনানাশক মিশিয়ে দুটি রুটি ও একটি ডিম খাওয়ানো হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিকল্পিতভাবে এই ঘটনা সাজানো হয়। এসপি আরও জানান, এদিকে গুরুতর অবস্থায় জাহিদুলকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
ভুক্তভোগী ব্যবসায়ীর বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নামে কালকিনি থানায় মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে আমাদের গোয়েন্দা পুলিশ ও কালকিনি থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রোববার রাতেই ইসরাফিল গ্রেপ্তার করে। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মনিরুজ্জামান ফকির,অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউল হাসান, মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী, কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম সালাহ উদ্দিনসহ আরও অনেকেই।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স