বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেলের বাবা মারা গেছেন
আপলোড সময় :
১৭-০৯-২০২৩ ০১:২৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৯-২০২৩ ০১:২৮:৩৩ অপরাহ্ন
বাংলাদেশি পেসার রুবেল হোসেন বাবাকে প্রচুর ভালোবাসতেন। অসুস্থ বাবা বিদায় নিয়েছেন পৃথিবী থেকে - ক্রিকেটার রুবেল হোসেন
______________________________________________
নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান মুন্সী মারা গেছেন। বাবার মৃত্যুর খবর জানিয়ে রুবেল হোসেন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রুবেলের বাবা। গত জুন মাসে এক পোস্টের মাধ্যমে রুবেল জানিয়েছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা।
আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’ ফেসবুকের ওই পোস্টে বাবার জন্য দোয়াও চেয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটার। রুবেল লিখেছিলেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন। তবে শেষ পর্যন্ত বাস্তবতার কাছে হার মানতে হয়েছে এই পেসারকে। আসর নামজের পরে শহরের রুপা চৌধুরী পৌর পার্কে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুবেলের বড় ভাই কবির হোসেন। তিনি সময় সংবাদকে বলেন, ‘এক বছর আগে বাবা স্ট্রোক করেছিলেন। তারপরে কিছুটা সুস্থ হন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বাবা। এরপরে রোববার সকালে মারা যান।’
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাগেরহাটের বাসাবাটি এলাকায় নিজ বাড়িতে মারা যান রুবেলের বাবা। এরপরে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি জানান, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স