1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মত পাসপোর্ট ভেরিফিকেশন মেসেজিং ও ট্র্যাকিং চালু করলো আরএমপি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-০৯-২০২৩ ১১:৪৮:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৩ ১১:৫২:৩৬ অপরাহ্ন
প্রথমবারের মত পাসপোর্ট ভেরিফিকেশন মেসেজিং ও ট্র্যাকিং চালু করলো আরএমপি
নিউজ ডেস্ক: রাজশাহীতে প্রথম বারের মত পাসপোর্ট ভেরিফিকেশন মেসেজিং ও ট্র্যাকিং চালু করলো আরএমপি। ই-পাসপোর্ট ভেরিফিকেশনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন একটি ওয়েব পোর্টালের যাত্রা শুরু হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর ২০২৩ আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে তৈরিকৃত পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম পোর্টালটি চালু করেন আরএমপি'র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। এ পোর্টালের মাধ্যমে আবেদনকারী মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে তার পাসপোর্ট আবেদনের তদন্তের হালনাগাদ অবস্থা জানতে পারবেন। পাশাপাশি সেবাটি আবেদনকারী এবং তদন্তকারী অফিসারের মধ্যে একটি সংযোগ ঘটিয়ে দিবে। ফলে আবেদনকারী তার আবেদনের তদন্তের অগ্রগতি সহজে জানতে পারবেন।

গত ২০ জুলাই ২০২৩  আরএমপি’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ভিআর ম্যানেজমেন্ট সফটওয়ার এবং উইটনেস ম্যানেজমেন্ট সফটওয়ার দু’টি উদ্ধোধন করেন। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার  হতে পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম সেবাটি চালু করা হলো। উইটনেস ম্যানেজমেন্ট সফটওয়ারটি অতি শীঘ্রই চালু হবে। সফটওয়ার দু’টি তৈরি করেন আরএমপি ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো: আব্দুল আলীম সরকার।

কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ