1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোদাগাড়ী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপলোড সময় : ২১-০৯-২০২৩ ০৩:৩৭:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৩ ০৩:৩৭:০৪ অপরাহ্ন
গোদাগাড়ী  উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে “রক্ষাগোলা স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, আনোয়ারা ফহিম বালিকা উচ্চ বিদ্যালয়, দারুল উলুম মহিলা মাদ্রাসা, আল-ইসলা-ইসলামী একাডেমী ও উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবসমূহ অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার মডারেটর ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোহাইমেন । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিসিবিভিও’র সমন্বয়কারী জনাব আরিফ ইথার, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল আলম, সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা ও শাখা ইনচার্জ নিরাবুল ইসলাম। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রেজাউল করিম, কাকনহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন ও বলিয়া ডাইং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মোঃ মামুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিবিভিও’র সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত, তাকে সহায়তা করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।

  বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেণী কক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উল্লেখ্য সিসিবিভিও গোদাগাড়ী উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৪টি ইউনিটে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, বাল্য বিবাহ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, জেন্ডার সমতা বিষয়ে ধারাবাহিকভাবে বিতর্ক প্রতিয়োগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ