চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
আপলোড সময় :
২২-০৯-২০২৩ ০৮:৪১:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৯-২০২৩ ০৮:৪১:০৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৯৬ কেজি গাঁজা ও একটি ট্রাক সহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, জেলার শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মিঠুন আহমদ (৩০), চককির্ত্তি ইউনিয়নের কালুপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে আল আমিন (১৯), শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি-ধনিপাড়ার আব্দুল আলিমের ছেলে তারেক আহমদ (২৭) ও বালিয়াদিঘি দক্ষিণপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম টাগু (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সূূত্রে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বোডঘর এলাকা থেকে ৯৬ কেজি গাজাঁসহ তাদের ৪জনকে গ্রেফতার করে ডিএনসি জেলা কার্যালয় ‘ক’ সার্কেলের একটি অপারেশন দল। ট্রাকের পাটাতনের নিচে বিশেষ ভাবে তৈরিকৃত বক্স থেকে ৯৬ কেজি গাজা উদ্ধার করা হয়। এর উপর ট্রাকের পাটাতন বসিয়ে লবণের বস্তা রাখা ছিল।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স