1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জেলার শ্রেষ্ঠ ইউএনও হলেন চারঘাটের সোহরাব হোসেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৯-২০২৩ ০৭:০৯:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৩ ০৭:০৯:২৭ অপরাহ্ন
জেলার শ্রেষ্ঠ ইউএনও হলেন চারঘাটের সোহরাব হোসেন
স্টাফ রিপোর্টারঃ শিক্ষায় অবদান রাখায় রাজশাহী জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন চারঘাটের ইউএনও মো. সোহরাব হোসেন। একইসঙ্গে তিনি ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’এর জন্য নির্বাচিত হয়েছেন। বুধবার রাজশাহী জেলা প্রশাসক শামিম আহম্মেদ জেলা পর্যায়ে শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ পদকে ভূষিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউএনও সোহরাব রাজশাহী জেলার চারঘাট প্রাথমিক বিদ্যালয় গুলোতে উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, প্রাথমিক শিশুদের ঝরে পড়ার হার কমানোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। তিনি ব্যক্তিগত দান ও জনগণের সহযোগিতায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,বিদ্যালয়ে শিশুদের বসার টুল ও বেঞ্চ তৈরি,শিক্ষার নীতি ও দিকনির্দেশনা মূলক তথ্যবহুল বই প্রকাশ,বিদ্যালয়কে আকর্ষণীয় করার জন্য সহযোগিতা,শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণ,অধীনস্থ কর্মকর্তাদের বিদ্যালয় পরিদর্শনে উদ্বুদ্ধকরণ,বিদ্যালয় গৃহ ও অন্যান্য সম্পত্তি রক্ষণাবেক্ষণ,ক্লাব গঠন,আন্তঃবিদ্যালয় ক্লাব সমাবেশে আয়োজন,প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে অভিভাবককে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছিলেন ইউএনও সোহরাব হোসেন।

এ ছাড়াও ধারাবাহিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেই ক্লাস নিতেন সোহরাব হোসেন। এতে শিক্ষার্থীরা পড়ালেখায় প্রাণ ফিরে পেত। সোহরাব হোসেন জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়ায় চারঘাটের সর্বস্তরের মানুষ উচ্ছাস প্রকাশ করেছেন। এদিকে জেলায় শ্রেষ্ঠ ইউএনও হওয়ায় সোহরাব হোসনকে উপজেলা চেয়ারম্যান,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ