সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
৩০-০৯-২০২৩ ০৬:৩১:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৯-২০২৩ ০৬:৩১:৩১ অপরাহ্ন
সানজিদা এলিনঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে চাচা মোসলেম উদ্দিন (৭০) নিহত হয়েছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাতিজা সাগর আহমেদ জালাল (৩৫)-কে গ্রেফতার করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোসলেম উদ্দিনের সঙ্গে ভাতিজা সাগর আহম্মেদ জালালের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ভোর ৫ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই চাচা মোসলেম উদ্দিন মারা যান। পরে পুলিশ এসে জালালকে তাকে আটক করে। তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স