বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও মোহম্মদ আলী স্মরণে, স্বরণ সভা অনুষ্ঠিত
আরিফ হোসেন
আপলোড সময় :
৩০-০৯-২০২৩ ১১:৩৮:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১০-২০২৩ ১২:১৯:০১ পূর্বাহ্ন
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মরণে, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর শনিবার মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর কমান্ডের উদ্যোগে সাবেক প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী স্মরণে, স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।
রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধার রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স