রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সভাপতি সাজু, সম্পাদক মাহাতাব
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০১-১০-২০২৩ ১২:৫৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১০-২০২৩ ০১:২২:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মরহুম আইয়ুব শেখ ড্রাইভার এর সন্তান হামিদুল আলম সাজু ও সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন । শনিবার রাত চারটার সময় নির্বাচনের এই ফল ঘোষণা করা হয়।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক সাধারণ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদে নির্বাচনী প্রার্থী অংশগ্রহণ করেছেন। ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে হামিদুল আলম সাজু ঘোড়া প্রতীকে পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে মাহাতাব হোসেন চৌধুরী স্টিমার প্রতীকে নির্বাচিত হয়েছেন।
রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে । ৩০ সেপ্টেম্বর শনিবার রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ডে সকাল ৮থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব অ্যাডভোকেট মুসাবিরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নিযাজ-উল-আযীম, আব্দুল মোমিন ও ওয়ালিউল্লাহ জিয়া দায়িত্ব পালন করছেন।
এবিষয়ে নতুন সভাপতি হামিদুল আলম সাজু জানান আমি শ্রমিক ভাইদের অক্লান্ত পরিশ্রম ও তাদের ভালোবাসায় এই বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি । এবিজয় আমার একার নয় সকল শ্রমিক ভাইদের বিজয়। আমি রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল স্তরের শ্রমিকদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই এবং এই শ্রমিক ইউনিয়নকে উন্নত শ্রমিক সংগঠন গড়ে তুলতে চাই।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স