ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নাট্যোৎসবের পর্দা উঠছে আজ
নিউজ ডেস্ক
আপলোড সময় :
০২-১০-২০২৩ ০৪:০০:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১০-২০২৩ ০৪:০০:১০ অপরাহ্ন
নিউজ ক্যাম্পাস: ঢাবি কেন্দ্রীয় নাট্যোৎসবের পর্দা উঠছে আজ । থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে আজ সোমবার (২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নাট্যোৎসবের পর্দা উঠছে। রোববার (১ অক্টোবর) বিকেলে ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা।
৯ দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এবার উৎসবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় মোট ১৫টি বাংলা নাটক মঞ্চস্থ হবে। এ বছর নাট্যোৎসবে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স