বাংলার গুরু কিংবদন্তি গায়ক জেমস এর জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৩-১০-২০২৩ ১২:৪০:২৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-১০-২০২৩ ১২:৪০:২৪ পূর্বাহ্ন
যার গানে গ্রামের ভদ্র ছেলেটিও কিছু সময়ের জন্য পরিণত হয় দুষ্টু ছেলের দলে , সেই আর কেউ নয়, আমাদের 'গুরু জেমস ' আজ গুরুর জন্মদিন
_____________________________🎂🎈
অনলাইন ডেস্ক: আজ বাংলার গুরু কিংবদন্তি গায়ক জেমস এর জন্মদিন। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম। স্রতাদের কাছে গায়ক জেমস ‘গুরু’ হিসেবে পরিচিত। সোমবার (২ অক্টোবর) ৫৮ বছর পূর্ণ করে ৫৯-তে পা রাখতে চলেছেন দেশের কালজয়ী এই রকস্টার। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। প্রতিবছরই দিনটি জেমসের শুরু হয় ভক্তদের শুভেচ্ছা আর, ভালোবাসা এবং উপহার পাওয়ার মধ্য দিয়ে। তাঁর কনসার্টগুলোতে জেগে ওঠে ভালোবাসার উদ্দীপনা। জেমস মানে উন্মাতাল সুর। আমাদের নগরবাউল, ভক্তদের কাছে ‘গুরু’। তাই তো তিনি ভক্তদের গানে গানে বলেছেন, ‘আমি তোমাদেরই।
জেমস ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘ষ্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস। এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অব ফিলিংস’ অ্যালবামগুলো প্রকাশ পায়। জেমসের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে স্টেশন রোড (১৯৮৭), জেল থেকে বলছি (১৯৯০), নগর বাউল (১৯৯৬), লেইস ফিতা লেইস (১৯৯৮), কালেকশন অফ ফিলিংস (১৯৯৯), দুষ্টু ছেলের দল (২০০১) ইত্যাদি।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স