সাপাহারে কাভার্টভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৬-১০-২০২৩ ০৫:১৮:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-১০-২০২৩ ০৫:১৮:০৭ অপরাহ্ন
নাজমুল হক সনি, সাপাহার(নওগাঁ): নওগাঁর সাপাহারে কাভার্টভ্যানের ধাক্কায় আল আমিন (২১) নামের এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার ১১.৩০ মি: সাপাহার উপজেলার ধাতালপাড়া বরেন্দ্র এগ্রো পার্কের নিকট এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত যুবক উপজেলার রামাশ্রম (শিমুল ডাঙ্গা) গ্রামের আব্দুল মান্নানের ছেলে বলে স্থানীয় ভাবে জানাগ্রামের
উল্লেখ্য যে , গত ৫ অক্টোবর বিকেলে আল আমিন উপজেলার উমইল গ্রামের আব্দুল মজিদ নামের এক ব্যক্তির নিকট থেকে নজিপুর যাওয়ার কথা বলে তার ভাড়ায় চালিত একটি পালর্সার মোটর সাইকেল ৫০০ টাকায় ভাড়া নিয়ে গন্তব্যে যায়। পর দিন শুক্রবার সে নজিপুর থেকে সাপাহার ফিরে আসার পথে উক্ত স্থানে পৌছলে একটি বেপোরোয়া গতিতিতে আসা কাভার্ডভ্যান মোটর সাইকেল আরোহী আল আমিনকে সজোরে ধাক্কা দেয়। এসময় চলন্ত কাভার্ডভ্যানের চাকার নিচে তার মাথা পিষ্ট হয়ে থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সাথে সাথে ঘাতক কাভার্ডভ্যানটি নিয়ে সেখান থেকে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাপাহার থানা পুলিশ ঘটনাস্খলে পৌছে নিহতের লাশটি উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে, পরে থানায় নিয়ে যান ও নিহতের পরিবারকে সংবাদ দেন বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান। রিপোর্ট লিখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স