হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আরিফ হোসেন
আপলোড সময় :
০৭-১০-২০২৩ ০২:১০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৩ ০২:১৭:৩৫ অপরাহ্ন
সোনালী রাজশাহী ডেস্ক : বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে খাঁটি সোনায় রূপ দিতে একের পর এক ধারাবাহিক ভাবে দেশে উন্নয়নমুলক কাজ করে চলছে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘স্বপ্নের সঙ্গে বাস্তবতার সংযোগ’ স্লোগান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে তিনি শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল এরিয়ায় এসে পৌঁছান। এসময় দেশের গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে তাকে স্বাগত জানান একদল শিশু শিল্পী। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ -এর বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন সরকার প্রধান। ১০টা ৩৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট হন প্রধানমন্ত্রী ।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বেসামরিক বিমান কর্তৃপক্ষ চলাচল কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিংয়ের মধ্য দিয়ে দেশ-বিদেশের মানুষের জন্য একটি অত্যাধুনিক প্রযুক্তি-সম্বলিত টার্মিনালের দ্বার উন্মোচিত হলো।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স