রাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৭-১০-২০২৩ ০৯:২২:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৩ ০৯:২২:১৮ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) আয়োজনে ও ইউএনডিপি'র অর্থায়নে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (০৭ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের আইকিউসির কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। দুই দিনব্যাপী প্রশিক্ষণে ৮টি সেশন পরিচালনা করা হয়। নিজেদের মধ্যে পরিচিতি, প্রাক্টিক্যাল টিমওয়ার্ক, যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা অর্জন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার এবং সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন, সিভি ও জীবন বৃত্তান্ত কিভাবে তৈরী করতে হয়, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড প্লানিং, ইউএনডিপির পোগ্রামে কিভাবে আবেদন করতে হবে এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বিভিন্ন অধিকার নিয়ে প্রশিক্ষন দেওয়া হয়।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের হতাশা বাদ দিয়ে সফল হওয়ার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দেহ, তাদের ছাড়া বিশ্ববিদ্যালয় চলতে পারে না। তোমরা যে অবস্থানে আছো তার থেকেও নিম্ন অবস্থানে অনেক মানুষ রয়েছে। সবসময় নিচের দিকে তাকাতে হবে। আমি পারবো না এমনটা ভাবলে হতাশা কাজ করবে। কখনো এমনটা ভাবাই যাবে না। তোমাদেরকে সফল হতে হবে, আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের কাছে এমন প্রত্যাশা রাখেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পিডিএফ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় পিডিএফ'র উপদেষ্টা মোকছিদুল হক বলেন, তোমরা তো বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত চলে এসেছো অনেকেই আছে এ বিশ্ববিদ্যালয়ের নামই জানে না। দুই দিনব্যাপী আপনাদের অধিকার নিয়ে প্রশিক্ষকরা কথা বলেছেন। আশাকরি এখান থেকে যা শেখেছেন তা পরবর্তী জীবনে কাজে লাগাবেন। যেকোনো প্রয়োজন আমরা আপনাদের পাশে থাকবো বলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের পিডিএফ এর সভাপতি আশিকুর রহমান সোহাগের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউএনডিপির ইয়ুথ কমিউনিটি এঙ্গেজম্যান্ট অফিসার সাথী জমাদ্দার। ডেপুটি টীম লিড হিসেবে উপস্থিত ছিলেন মনির হোসেন এবং মনিটরিং ও এভ্যুলেশন কোওর্ডিনেটর রাকিব হাসান। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্টের প্রজেক্ট ম্যানেজার আবু আল তারেক আহমেদ ও ইউএনডিপির ফিউচার ন্যাশন প্রোগ্রামের টেকনোলজি লিড মো. আমিনুর রশিদ খান, পিডিএফ রাবি শাখার সাবেক সভাপতি মোজাহিদ হাসান বাবুসহ প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স