ওয়ানডে বিশ্বকাপে আফগানের বিরুদ্ধে জয়, বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন
বিনোদন ডেস্ক
আপলোড সময় :
০৭-১০-২০২৩ ১০:১৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৩ ১০:১৮:৫০ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাসিক মেয়র। আজ ৭অক্টোবর ২০২৩ শনিবার ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান রাসিক মেয়র মহোদয়।
অভিনন্দন বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ। এই দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামী ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স