গোদাগাড়ী আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
আপলোড সময় :
১৪-১০-২০২৩ ১২:৩৫:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৩ ১২:৩৫:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ অক্টোবর বিকাল ৪ টায় গোদাগাড়ী বাজারের মেইনফটোক আলম সুপার মার্কেটে বাংলাদেশ আওয়ামীলীগ গোদাগাড়ী পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী- ১ গোদাগাড়ী - তানোর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
কর্মীসভার সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব রবিউল আলম । সঞ্চালক সাবেক ছাত্রনেতা ও বর্তমান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম নাসিম। গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব অয়েজ উদ্দিন। গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম। পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল জব্বার, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানাউল্লাহ (সানা) । সাধারণ সম্পাদক শাকিল।
কর্মীসভায় বক্তরা বলেন বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। সংগঠনের শক্তি বৃদ্ধির মাধ্যমে দলকে সুসংগঠিত করতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় বক্তারা গোদাগাড়ী আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের এক হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স