1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমরা এক ধরনের বৈষম্যমূলক সমাজে বসবাস করছি: সম্প্রীতির সংলাপে এমপি বাদশা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-১০-২০২৩ ১২:১১:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৩ ১২:১১:৪৭ পূর্বাহ্ন
আমরা এক ধরনের বৈষম্যমূলক সমাজে বসবাস করছি:  সম্প্রীতির সংলাপে এমপি বাদশা দেশের শান্তি বজায় রাখতে সামাজিক সম্প্রীতি সুরক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে_ এমপি বাদশা
_____________________________________________

নাসিম উদ্দিনঃ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহীর আয়োজনে এবং ফ্রিডম অব রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্ক-এর সহযোগিতায় রাজশাহীর জিরো পয়েন্টে অবস্থিত একটি স্বনামধন্য হোটেলে “সামাজিক সম্প্রীতি সংলাপ" অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ ঘটিকার সময় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য, ফজলে হোসেন বাদশা,

ফোর্ব এর কান্ট্রি ডিরেক্টর ড. শাহনাজ করিম, দি হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ রাজশাহী রিজিওনাল কো-অর্ডিনেটর মিজানুর রহমান, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহীর রিজিওনাল কো-অর্ডিনেটর শাহাদাত ইসলাম,রাজশাহী জেলার জয়েন্ট কো-অর্ডিনেটর সেলিম রেজা, কর্মশালা সম্পাদক নাসিম উদ্দিন প্রমুখ সহ আরো অনেকে। এ সময়ে রাজশাহীর ৫০ জন ইয়ুথ সহ বিভিন্ন ধর্মীয় নেতা এবং আদিবাসী সম্প্রদায়ের ১৫ জন ইয়ুথ উপস্থিত ছিলেন। সম্প্রীতি সংলাপে সমাজ থেকে পারস্পরিক ঘৃণা-বিদ্বেষ দূর করা, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয় এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহীর আয়োজনে সামাজিক সম্প্রীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয়।

সময়ে প্রধান অতিথি ফজলে হোসেন বাদশা বলেন: ‘আমরা এক ধরনের বৈষম্যমূলক সমাজে বাস করছি। বিভিন্ন বৈষম্য আমাদের সমাজে বিদ্যমান এ সকল বৈষম্য দূরীকরণের মাধ্যমে মানুষকে স্বাভাবিক করে তুলতে পারলে সমাজের সম্প্রীতি আগের মতো ফিরে আসবে তখন ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ একত্রে শান্তিতে থাকবে।" দেশের সংবিধানে লেখা আছে, কোনো বৈষম্য গ্রহণযোগ্য নয়। দেশের সংবিধান অনুসরণ করলে দেশে সমতাভিত্তিক একটা বৈষম্যহীন সমাজ গড়ে উঠত। বাদশা এ সময়ে আরো বলেন দেশের শান্তি বজায় রাখতে সামাজিক সম্প্রীতি সুরক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। অতিথির বক্তব্যে ফোর্বের কান্ট্রি ডিরেক্টর ড.শাহনাজ করিম বলেন: ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির অভিযাত্রায় দারুণ কাজ করছে একই সাথে ফেক নিউজ চেকের ওপর বিশেষ গুরুত্ব তুলে ধরেন এবং এতে তরুণদের সচেতন হতে বলেন তিনি।

সংলাপের শেষ ভাগে অতিথি ও উপস্থিত সুধীজনেরা সামাজিক সম্প্রীতি সুরক্ষায় ইয়ুথদের সাথে মুক্ত আলোচনা করেন এবং সামাজিক সম্প্রীতি সুরক্ষার অঙ্গীকার করার মাধ্যমে সংলাপের সমাপ্তি করেন সংলাপের সভাপতি পিয়ার বক্স।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ