পুঠিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১০-২০২৩ ০২:৪৭:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৩ ০২:৪৭:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, (রাজশাহী): পুঠিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শফিকুল (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শফিকুর উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাইপাড়া বাজার এলাকার মৃত ইসমাইলের ছেলে। শনিবার দুপুর সাড়ে ১২টার সময় মাইপাড়া বাজার এলাকার মুরগির খামারে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, শফিকুল বাড়ি থেকে বের হয়ে তার মুরগির খামারে পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য যায়। মুরগির খামারে পরিস্কার পরিচ্ছন্ন করার এক পর্যায়ে খামারের বিদ্যুত সংযোগের তারের সাথে জড়িয়ে বিদ্যুত স্পৃষ্ট হয় গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী শফিকুলকে গুরুতর আবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স