1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে সপ্তম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা শুরু আগামী বুধবার

আপলোড সময় : ১৫-১০-২০২৩ ০৫:২৫:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৩ ০৫:২৫:০১ অপরাহ্ন
রাবিতে সপ্তম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা শুরু আগামী বুধবার
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী (রাবি) 'সপ্তম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা-২০২৩' শুরু হচ্ছে আগামী ১৮ অক্টোবর। আজ রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ ম্মেলনে এ তথ্য জানানো হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব এ আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লাবের সভাপতি মো. আব্দুল লতিফ।তিনি বলেন, ফিয়েস্টায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষর্থীরা ১৫ অক্টোবর রাত ১১:৫৯টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্তমানে তেরো শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। এবারের আয়োজনে একক অংশগ্রহণে থাকছে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্পিস কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং, ফটোগ্রাফি প্রতিযোগিতা। দলীয় অংশগ্রহণে থাকছে প্রোজেক্ট শো কম্পিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়াল ম্যাগাজিন (দেয়ালিকা), পোস্টার প্রেজেন্টেশন। এছাড়াও সবার জন্য উন্মুক্ত থাকবে স্টার ভিজুয়ালাইজেশন এবং স্টেজ সায়েন্স শো দেখার সুযোগ । ফিয়েস্টার প্রথম দিনের আয়োজনে থাকবে উদ্বোধনী পর্ব, সায়েন্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শো কমপিটিশন,ওয়াল ম্যাগাজিন (দেয়ালিকা), সায়েন্টিফিক স্পিচ কম্পিটিশন, কেইস সলভিং কম্পিটিশন। দ্বিতীয় দিনের আয়োজনে থাকবে প্রজেক্ট শো প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, রুবিক্স'স কিউব, সায়েন্টিফিক পেইন্টিং প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান। ১৮ অক্টোবর সকাল ১০টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ফিয়েস্টার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক ড. মো. হুমায়ন কবীর, আমানা গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল করিম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উপদেষ্টামন্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি মো. আব্দুল লতিফ। ১৯ অক্টোবর বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস ও ড. মোঃ সেলিম খান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক ড. মো. হুমায়ন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং রাজশাহী বিশ্ববিদ্যালর সায়েন্স ক্লাবের উপদেষ্টামন্ডলী।

এবারের সায়েন্স ফিয়েস্টায় সহযোগী হিসেবে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গোল্ড স্পন্সর আমানা গ্রুপ, উত্তরায়ন আমানা সিটি, এসোসিয়েট পার্টনার প্রথম আলো। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যমুনা টেলিভিশন, রেডিও পার্টনার হিসেবে রেডিও পদ্মা, ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, গেমস পার্টনার আরএম কিউব কালেকশন, ফটোগ্রাফি পার্টনার লেগ এন্ড টেইলস, ফুড পার্টনার বাংলা টিফিন, লজিস্টিক পার্টনার সারমুন ডিজিটাল সাইন, ইউল এংগেইজমেন্ট পার্টনার পাবলিকিয়ান, আর ইউ ইনসাইডারস্ রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক তারিকুল হাসান, সাধারণ সম্পাদক মাসুদ, সহ-সভাপতি কারিমা খাতুন, নাজনিন আরা নিশু প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের এই ক্লাবটি ২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে বিজ্ঞান প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্স, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ