গোদাগাড়ীর মহিষালবাড়ীতে ভেজাল পণ্য রাখার দায়ে দোকান মালিককে অর্থদন্ড
নিউজ ডেস্ক
আপলোড সময় :
১৮-১০-২০২৩ ১২:০৮:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-১০-২০২৩ ১২:০৮:৩৯ পূর্বাহ্ন
নিউজ গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার ৩নং ওয়ার্ড মহিশালবাড়ী বাজরে অভিযান পরিচালনা করে ভেজাল, পঁচা মালামাল, পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এক দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৫.৩০ মিনিটের সময় রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর এলাকার ২নং ওয়ার্ড মহিশালবাড়ী বাজারে এই অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
জনাব মোঃ জাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোদাগাড়ী, রাজশাহী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একটি দোকানে ১২ (বার) প্যাকেট মেয়াদোত্তীর্ণ টেস্টি স্যালাইন এবং নষ্ট ও ময়লাযুক্ত গুড় জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ টেস্টি স্যালাইন এবং নষ্ট ও ময়লাযুক্ত গুড় রাখার অপরাধে অভিযুক্ত জনাব মোঃ মফিজুল ইসলাম, পিতাঃ মৃত. ইয়াসিন, মহিশালবাড়ী, গোদাগাড়ী, রাজশাহীকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ২দুই হাজার টাকা অর্থ দন্ড করা হয় ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান। ইউএনও গোদাগাড়ী উপজেলা জনাব আতিকুল ইসলাম তার ফেসবুক পেজে এই অভিযানের কথা জানান।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স