শিক্ষকদের সাথে এমপি ফারুক চৌধুরীর মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৯-১০-২০২৩ ১১:০৬:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১০-২০২৩ ১১:০৯:১৫ অপরাহ্ন
দেলোয়ার হোসেন তানোর: শিক্ষকদের অবদান, অধিকার এবং কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক স্বল্পতা পুরন বৈশ্বিক অপরিহার্যতা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী তানোরে চলতি মাসের ১৯ আক্টবর বৃহস্পতিবার বিকেলে তানোর মহিলা কলেজ চত্বরে এ আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর।
তানোর স্কুল, কলেজ ও মাদ্রাসা সমিতির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ ও সঞ্চালনায় ছিলেন মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আ"লীগের সভাপতি ও মাইনুল ইসলাম স্বপন, উপজেলা আ"লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাসার সুজন। বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন্নবী বাবু চৌধুরী। কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদ। পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন। তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম। উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল হক। সাধারণ সম্পাদক রামিল হাসান সুইটসহ তানোর উপজেলার স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স