1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে শীতের আগমনী বার্তা, জানান দিচ্ছে সকালের শিশির বিন্দু

আরিফ হোসেন
আপলোড সময় : ২৭-১০-২০২৩ ০৩:১৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৩ ০৩:২০:২৩ অপরাহ্ন
গোদাগাড়ীতে শীতের আগমনী বার্তা, জানান দিচ্ছে  সকালের শিশির বিন্দু অন্যান্য ঋতুর চেয়ে শীতের আগমনী প্রকৃতিতে যেন এক ভিন্ন মাত্রা
_______________________________________________

আরিফ হোসেন: উত্তরবঙ্গের প্রানকেন্দ্র বরেন্দ্রভুমি অঞ্চল রাজশাহীর গোদাগাড়ীর প্রকৃতিতে যেন জানান দিচ্ছে মৃদু শীতের আগমনি বার্তা। পদ্মা পাড়ের এই জনপদ অঞ্চলে দিনের আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই প্রকৃতি যেন জানান দিচ্ছে মৃদু শীতের আগমনি বার্তা। রাতভর টিপটিপ করে পড়ছে শিশির বিন্দু । সেই সাথে শেষ রাতে জানান দিচ্ছে শীত এসে যাচ্ছে।

গ্রাম জনপদের সোনালী মাঠ প্রান্তরে শীতের সঙ্গে সঙ্গে সকালে ঘাসের ডগায় বিন্দু, বিন্দু শিশির জমছে। কোথাও কোথাও হালকা কুয়াশার সঙ্গে যেন উঁকি মারছে শীত। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এ বছরের মতো বিদায় নিলো বর্ষা। তাপমাত্রাও কমে গেছে। গত কয়েকদিন দিনের বেলায় বেশ গরম থাকলেও গভীর রাত থেকেই শুরু হয় শীতের হাওয়া। রাতে ও ভোরের হালকা কুয়াশা সেই সাথে দুর্বা ঘাসের মাথায় শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে উত্তরবঙ্গের প্রানকেন্দ্র রাজশাহীর গোদাগাড়ীতে গুটি গুটি পায়ে শীতের আগাম বার্তা জানান দিচ্ছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় চোখে পড়ে এমন দৃশ্য। প্রকৃতিতে এখন এমনই ঋতুবদলের আয়োজন। দোকানিরা শীতের পোশাক উঠাতে শুরু করেছেন। গ্রামগঞ্জে পথের ধারে দেখা মিলছে শীতের পিঠা-পুলির দোকান।বাজারে ধুনাইকাররা লেপ তোষক তৈরী শুরু করেছে। ভোরের প্রকৃতিতে হাত বাড়লেই ঠান্ডা ঠান্ডা ভাব। কয়েক দিন থেকে শেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই।পুরনো কাঁথা নতুন করে সেলাই করে নিতে ব্যস্ত সময় পাড় করছেন নারীরা। বাড়ির উঠানে বসে রঙ-বেরঙের সুতো দিয়ে তারা তৈরি করছেন কাঁথা আর সেই সাথে জমে উঠেছে গল্প এবং আড্ডা। যদিও দিনে গরমের তীব্রতা খুব একটা কমেনি।

প্রতিবারের মতো এবারও বর্ষার ঘনঘটা শেষ করে আসছে এই শীত। এখন প্রতিটি সকালে দূর্বা ঘাসে কিংবা গাছের কচি পাতায় মুক্তার মতো জ্বলজ্বল করে শিশির বিন্দু। কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের উদয়। বরেন্দ্র অঞ্চলে দিগন্ত জোড়া মাঠ ও পিচঢালা পথে শীতের আমেজ বিরাজ করছে। দেখা যায়, সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক। দূর থেকে দেখলে মনে হয় প্রতিটি ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে। আর শীতের এই আবহাওয়া অনুভব করতে সড়কে হাটা চলা করছেন অনেকই। এসবই জানান দিচ্ছে প্রকৃতিতে এসেছে শীত।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ