অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে গোদাগাড়ী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৯-১০-২০২৩ ১০:২৪:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১০-২০২৩ ১০:৩৩:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশে হরতালের নামে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে রাজশাহীর গোদাগাড়ী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গোদাগাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করেছে। আজ ২৯ অক্টোর রবিবার সকাল থেকে গোদাগাড়ী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নিরাপত্তা বলয় নিয়োজিত ছিলো।
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব সাইফুর রহমানের নির্দেশে গোদাগাড়ী-তানোরের সার্কেল এএসপি জনাব সোহেল রানা ডিউটিতে নিয়োজিত পার্টি গুলোর তদারকি করেন এবং পুলিশ সদস্যদের নিজস্ব নিরাপত্তা বজায় রেখে ডিউটি করা সহ প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এএসপি সোহেল রানা বলেন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি যাতে কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন কেউ অগ্নিসংযোগ-সন্ত্রাস করার সাহস না পায় , মানুষের জীবনের শান্তি ও নিরাপত্তা যেন কেউ বিঘিœত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। পুলিশের কাজ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, তা পুলিশ আইনের মধ্যে থেকে পেশাদারিত্বের সাথেই করতে হবে ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স