অম্লীয় মৃত্তিকা সংশোধন বিষয়ক কৃষক প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
৩০-১০-২০২৩ ০৫:০৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১০-২০২৩ ০৫:০৯:১৩ অপরাহ্ন
নাজমুল হক সনি, সাপাহার নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলা কৃষি অফিসে কৃষকদের নিয়ে অম্লীয় মৃত্তিকা সংশোধন ও সঠিক সার প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের উদ্বোধনীতে উক্ত কর্মসূচি শুরু হয়ে বিভিন্ন কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তাগণের উপস্থিতিতে,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক অফিস নওগাঁ-এর আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর সমবার কৃষি মন্ত্রণালয়ের রাজশাহী ও রংপুর বিভাগ সহ মধুপুর অঞ্চলের মৃত্তিকা ব্যবস্থাপনা এবং ফসল উৎপাদন ও মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার শীর্ষক কর্মসূচি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অর্থায়নে দিনব্যাপী কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তাগণ।
উক্ত প্রশিক্ষনের মূল বিষয় হিসেবে, মাটি পরীক্ষার পদ্ধতি সহ অত্র অঞ্চলের মাটির গুনাগুন বজায় রাখার জন্য সঠিক পরিমাণের রাসায়নিক সার ব্যবহার এবং বেশি করে জৈব সার ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়েছে। বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, পুর্বে বাংলাদেশের কৃষক সনাতন পদ্ধতিতে কৃষি কাজ করে তেমন লাভবান হতেননা, বর্তমান সরকার কৃষি আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করাতে কৃষকগণ বিভিন্ন ফসল উৎপাদনে লাভবান হচ্ছেন!
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ নুরুল ইসলাম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ, নিলুফার ইয়াসমিন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নওগাঁ, আতাউর রহমান সে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাপাহার, দেবব্রত বর্মন কৃষি উপসহকারী সাপাহার, সফল কৃষি উদ্যোক্তা ও বরেন্দ্র এগ্রো পার্কের পরিচালক সোহেল রানা প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স