রাবির একাডেমিক ভবনে তালা দিলো ছাত্রদল
আপলোড সময় :
৩১-১০-২০২৩ ০২:৫৯:১১ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১০-২০২৩ ০২:৫৯:১১ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই একাডেমিক ভবনে তালা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসে তালা ঝুলিয়ে দেন।
সরেজমিনে সকাল সাড়ে সাতটার দিকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও কৃষি অনুষদ ভবনে তালা ঝুলছে। ছাত্রদলের নেতাকর্মীরা তালা লাগানোর বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে বাইকের আওয়াজ শুনেছি। পরে বাইরে এসে দেখি কারা যেন গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে। শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন বলেন, স্বৈরাচার সরকারের পতনের দাবিতে আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে। তাই তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, কারা যেন দুই একাডেমিক ভবনে একটা করে তালা লাগিয়েছিলো। গার্ডকে সেগুলো খুলে ফেলতে বলা হয়েছে। তারা তালা খুলে দিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স