প্রেমতলীর নরোত্তম দাসের তীরোভব তিথি মহোৎসব উপলক্ষে এএসপি সোহেল রানার অনুষ্ঠানস্থল পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০১-১১-২০২৩ ১২:২৫:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৩ ০১:০৫:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে নরোত্তম দাসের তীরোভব তিথি মহোৎসব উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এএসপি সোহেল রানা। প্রেমতলীর ঐতিহ্যবাহী ক্ষেতরী গ্রামে ঠাকুর নরোত্তম দাসের তীরোভব তিথি মহোৎসব শুরু ১ নভেম্বর বুধবার । এই উৎসব গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী খেতুর মেলা নামে পরিচিত।
নরোত্তম দাসের তীরোভাব তিথি মহাউৎসবে ভক্তরা এসে দিনরাত কীর্তন, প্রার্থনা, প্রসাদগ্রহণ ও পূজা করার মধ্য দিয়ে তিনদিন অতিবাহিত করবে এই উৎসব। এই তিথি মহোৎসব বুধবার ১সেপ্টম্বর আরম্ভ হয়ে আগামী ৩ সেপ্টেম্বর শেষ হবে ।
এই মহাউৎসব উপলক্ষে ৩১ অক্টোবর মঙ্গলবার রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব সাইফুর রহমান এর নির্দেশনায় প্রেমতলী ক্ষেতরী গ্রামে ঠাকুর নরোত্তম দাসের তীরোভব তিথি মহোৎসব উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন গোদাগাড়ী- তানোরের সার্কেল এএসপি জনাব সোহেল রানা। সেখানে তিনি উৎসব উৎযাপন নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন এবং সার্বিক দিক নির্দেশনা দেন।
নরোত্তম ঠাকুরের জন্ম ১৫৩১ খ্রিস্টাব্দে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পদ্মাতীরস্থ গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৬১১ খ্রিস্টাব্দে প্রেমতলী খেতুরধামে মৃত্যুবরণ করেন। তার পিতা জমিদার কৃষ্ণনন্দ দাস মজুমদার ও মাতা নারায়নী রানী। নরোত্তম ঠাকুর ধনী পিতার একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও ধনৈশ্বর্যলিপ্সা তার জীবনে কিছুমাত্র প্রভাব ফেলতে পারেনি: তথ্য সূত্র: নরোত্তম দাসের সংক্ষিপ্ত জীবনী নামের বই থেকে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স