কুষ্টিয়ায় বরযাত্রী আসার পরই বিয়ে বাড়িতে হাজির এসিল্যান্ড, বরকে জরিমানা।
নিউজ ডেস্ক
আপলোড সময় :
০৩-১১-২০২৩ ১১:৪৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৩ ১১:৪৮:৩১ অপরাহ্ন
নিউজ ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে বাল্যবিয়ের আসর পণ্ড করে বরকে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালতকে সহযোগিতা করে থানা পুলিশ।
জানা যায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যখন বধু সাজে সাজানো হচ্ছে । আর অন্যদিকে বরযাত্রী বিয়ে বাড়িতে প্রবেশ করে খাওয়ার প্লেট নিয়ে বসেছেন। পুরো বিয়ে বাড়ীর লোকজন যখন আনন্দে ব্যস্ত ,ঠিক তখনই আকস্মিকভাবে সেখানে উপস্থিত হলেন এসিল্যান্ড। পণ্ড করলেন বাল্যবিয়ের আসর। এসময় বাল্যবিয়ের অপরাধে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না-এই মর্মে মুচলেকা নেয়া হয় অভিভাবকদের।
বিয়ে বাড়ির লোকদের ভাষ্য, ২৯ অক্টোরব নোটারি পাবলিক করে আদালতের মাধ্যমে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর (১৫) সঙ্গে কুষ্টিয়ার হরিপুর এলাকার এক ব্যবসায়ীর (৩০) পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়েছে। আনুষ্ঠানিক ও সামাজিকভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে পন্ডকরে এবং বাল্যবিয়ের আয়োজন করায় বরকে বাল্যবিয়ে নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা করেন। এছাড়াও বিয়ে দিবে না - এই মর্মে অভিভাবকদের মুচলেকা নেয়া হয় ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স